সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আলিম উল্যাহ(৩০) নামে এক যুবক।
শুক্রবার (১৮ই আগস্ট-২৩ইং) সকাল ৭টায় উপজেলার জোরারগঞ্জ থানাধীন ইছাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড চুনিমিঝিরটেক গ্রামের মাওলানা আবদুস সোবহান মৌলবি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই বাড়ির গুয়ামিয়ার সন্তান।
জানা গেছে, আলিম উল্যাহ(৩০) নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় দেখে জোরারগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়। পরে পরিবার আলিম উল্লাহর মানসিক চিকিৎসার ব্যবস্থাপত্র দেখালে লাশ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়।
আলিম উল্যাহর আত্মীয় ইঞ্জিনিয়ার তারেক আজিজ জানান, বেশ কিছুদিন ধরে আলিম উল্যাহ মানসিক ডিপ্রেশনে ভুগছিলেন।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, পরিবারে আর্থিক অভাব অনটনের কারণে আলিম উল্যাহ মানসিক হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে। তার বাবা ও স্ত্রী থানায় এসে জানায় তাদের কোনো অভিযোগ নেই। এরপর দাফনের জন্য লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।