বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে পাবনায় অবৈধ দু’টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে।
বুধবার (৫ মার্চ) দুপুরে সদর উপজেলার দোগাছি এলাকায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ নাহারুল ঈসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে।
এসময় এএমবি ব্রিকস ম্যানেজার শাহাদাত হোসেনকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে এক লাখ টাকা জরিমানা এবং বিসিবি ব্রিসক ম্যানেজারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা কালে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ নাহারুল ঈসলামে বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে আমরা অভিযান পরিচালনা করে আসছি। এই সকল অবৈধ ইটভাটা গুলিতে কাঠ পুড়িয়ে ও ফসলী জমির মাটি কেটে ড্রামের চিমনি ব্যবহার করে ইট পুরানো হচ্ছিল যা সম্পূর্ণ অবৈধ। এই ধরনের অভিযান অব্যাহত থাকার কথা বলেন।