শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধি.
পাবনার ফরিদপুরে গলায় ফাঁস নিয়ে আলহাজ্ব খালেদুর রহমান রনি(৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। রোববার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে নিজ শয়ন কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেছিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে সে। ঘরের দরজা বন্ধ করার পরেই পরিবারের সদস্যদের সন্দেহ হলে দ্রুত ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরক্ত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, খালেদুর রহমান রনি দীর্ঘদিন ধরে ব্যবসার সংক্রান্ত ঋণের কারণে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল। ঘটনার দিন রনি পরিবারের সাথে খাওয়া-দাওয়া শেষে বিকেল সাড়ে ৫ টায় নিজ শয়ন কক্ষে প্রবেশ করে আত্মহত্যা করে।
রনি ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সরকারের দ্বিতীয় সন্তান। রনির ৯ বছরের একটি মেয়ে ও দুই বছরের একটি ছেলে রয়েছে। ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মো. হাসনাত জামান জানান পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।