মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন
মোস্তফা মিয়া- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জ উপজলার গুর্জিপাড়া কলজের অধ্যক্ষ ছামছুল রহমান হারুন এরং আই সিটি প্রভাষক মিলাদুন্নবী শিপন এর পদত্যাগর দাবীত প্রতিবাদ সভা ও বিক্ষাভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
আজ (২৮ আগস্ট) বুধবার দুপুরে কলজটির শিক্ষার্থীরা কলজ চত্তরে প্রতিবাদ সভা করে। সভায় শিক্ষার্থীদর পক্ষে রাকিবুল হাসান সুফিয়ান অভিযাগ করে বলন, গত কয়েক বছর কলজটির সভাপতি ও অধ্যক্ষ চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম এবং অর্থ লোপাট করেছে।
এ ছাড়া কলজটির অনুকুল বরাদ্দ আসা একাধিক সরকারী প্রকল্পর নাম মাত্র কাজ করে মোটা অংকের অর্থ লোপাট করার পাশাপাশি কলজ পরিচালনার অধ্যক্ষ স্বেচ্ছাচারিতা এবং বিভিন অনিয়মের আশ্রয় গ্রহন করেছেন। তাই শিক্ষার্থীরা উক্ত অধ্যক্ষর পদত্যাগ দাবী করছেন। এর পর শিক্ষার্থীরা কলজ ক্যাম্পাস থেকে এক বিক্ষাভ মিছিল করে বিভিন রাস্তা প্রদক্ষিন কর।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com