শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন
মোস্তফা মিয়া- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
পীরগঞ্জের ভেন্ডাবাড়ী ইউনিয়নের মির্জাপুর চাতাল বাজার থেকে খাদ্য বান্ধব কর্মসূচীর ৩৩ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম।
সোমবার ২৮শে মার্চ ডুবন্ত বেলায় গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর গ্রামের মৃত আব্দুর জব্বারের পুত্র চাল ব্যবসায়ী আব্দুল ছাত্তার মিয়ার(৪৮) গোডাউন থেকে ওই চাল উদ্ধার করা হয়। এ সময় সঙ্গীয় ফোর্সসহ ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।
উদ্ধারকৃত চালগুলো পুলিশ ভ্যানযোগে ভেন্ডাবাড়ী তদন্ত কেন্দ্রে আনা হয়েছে। ইনচার্জ জানায়, এ ব্যাপারে কাউকে গ্রেফতার করা না হলেও তদন্ত সাপেক্ষে আইনগত গ্রহণের প্রস্তুতি চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানায়- চাল ব্যবসায়ী আব্দুল ছাত্তার মিয়াসহ বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে সরকারী অনুদান ও খাদ্য বান্ধব কর্মসূচীর চালের ব্যবসা করে আসছেন।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com