রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন
হাবিবুর রহমন- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি.
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত ও তাহাজ্জুদরত তাবলীগের শুরায়ী নেযামের সাথীদের উপর সন্ত্রাসী কায়দায় সাদপন্থী এতাআতীদের বর্বরোচিত হামলা ও নৃশংস হত্যার বিচার দাবিতে রংপুরের পীরগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উলামায়ে কেরাম, শুরায়ী নেযামের সাথী ও সর্বস্তরের তাওহীদি জনতার পক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ব ইজতেমার প্রস্তুতির লক্ষ্যে টঙ্গী ময়দানে গত ১৮ ডিসেম্বর দাওয়াতে তাবলিগের সাথীগণ সারাদিন কাজ করে রাতে ঘুমিয়ে পড়লে উগ্র সাদপন্থীরা সাধারণ সাথীদের উপর অতর্কিতভাবে হামলা করে। উগ্র সাতপন্থীদের হামলায় ৪ জন সাধারণ মুসলিম শহীদ হন এবং অনেক সাথী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। উগ্র ও সন্ত্রাসী সাদপন্থীদের অপ্রীতিকর কর্মকান্ডের তালিকা লিখে বা বলে শেষ করা যাবে না। তাই তাদের সকল প্রকার কার্যক্রম বন্ধের দাবী জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জামতলা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা রেজাউল করিম, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হযরত মাও. মুফতী মুর্তাজা খাঁন, মাদারগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ রেজাউল করিমসহ আরো অনেকে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত একটি স্মারকলিপি প্রদান করে তাওহীদি জনতা।