বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:১৪ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে জেলা জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১ল্ এপ্রিল বিকেলে মহিষেরচর টেস্ট অব মাদারীপুর নামক একটি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মহিদ হাওলাদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, নিরাময় হাসপাতালের এমডি গোলাম ছরোয়ার, সনাক সভাপতি খান মোঃ শহীদ, জাতীয় পার্টি সদস্য সচিব লিয়াকত খানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশবাসীর জন্য দোয়া মোনাজাত করা হয়।