শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে লিচুবোঝাই একটি পিকআপভ্যানের চাপায় সুলতান(৩৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। সোমবার ২৩শে মে শহরের ইটেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়- সকালে ইটেরপুল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সুলতান। এ সময় রাজশাহী থেকে শরিয়তপুরগামী লিচুবোঝাই একটি পিকআপভ্যান তাকে পেছন থেকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এ এইচ এম সালাউদ্দিন জানান- সকালে শহরের ইটেরপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান- নিহতের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।