সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
উৎসাহ উদ্দীপনা ও শৃঙ্খলার মধ্যদিয়ে চট্টগ্রামস্থ মিরসরাইয়ের স্বনামধন্য প্রতিষ্ঠান মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম এর মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা থেকে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মিরসরাই উপজেলার ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম এর সভাপতি কালু কুমার দে ও সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেনের সার্বিক তত্বাবধানে প্রোগ্রাম আহবায়ক প্রফেসর সামস উদ দোহা, প্রোগ্রাম সদস্য সচিব মেহেদী হাসান চৌধুরী ও কেন্দ্রের হল সুপার এম.এস. হোছাইন চৌধুরী পরীক্ষার যাবতীয় কার্যক্রম পরিচালনা করেন।
এসময় পরীক্ষার হল পরিদর্শন করেন মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির খান, মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন, এসোসিয়েশনের সহঃ সভাপতি ইউনুস ভূঁইয়া, যুগ্ন সম্পাদক ইসমাইল নিজামী সবুজ, দপ্তর সম্পাদক বেলায়েত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আরিফ মঈনুদ্দীন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম ইরান, কার্যনির্বাহী সদস্য সাবের আহমদ নিজামী, কার্যনির্বাহী সদস্য এহছানুল আজিম লিটন, সাবেক দপ্তর সম্পাদক এইচ এম ইকবাল, প্রোগ্রাম কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, পৃষ্ঠপোষক সদস্য মঈন উদ্দিন, প্রোগ্রাম কমিটির সদস্য কাজী সালা উদ্দিন, আজীবন সদস্য জামশেদ আলম তপু, লিও ক্লাব চট্টগ্রাম মিরসরাই এর সাধারণ সম্পাদক আইনুল ইসলামসহ লিও সদস্যবৃন্দ।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে অন্যান্য চলমান সামাজিক কার্যক্রমের পাশাপাশি মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম এর মেধাবৃত্তি কার্যক্রম অত্যন্ত দক্ষতা ও সফলতার সহিত সম্পন্ন হয়ে আসছে।