রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন
সিরাজুল ইসলাম- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে সবুজ, সচল ও বাসযোগ্য করতে যৌথভাবে কাজ করবেন বলে উল্লেখ করেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বাংলাদেশ এর আবাসিক প্রতিনিধি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিল্লার।
সোমবার ১২ই জুন ২০২৩ইং বিকেলে রাজধানীর গুলশানে নগর ভবনে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলামের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় তাপমাত্রা নিয়ন্ত্রণ, সবুজায়ন, জলবায়ু উদ্বাস্তুদের জীবনমানের উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা, ইনোভেশন হাব প্রতিষ্ঠাসহ নগরীকে বাসযোগ্য করার জন্য যৌথভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বাংলাদেশ এর আবাসিক প্রতিনিধি।