");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container--wo722 .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container--wo722 .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container--wo722 .gt_switcher .gt_current{display:none}.gt_container--wo722 .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container--wo722 .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container--wo722 .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container--wo722 .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container--wo722 .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container--wo722 .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধি.
রংপুরে জেলার পীরগাছা উপজেলার ১নং কল্যাণী ইউনিয়নে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় কল্যাণী ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকের উদ্যোগে ইউনিয়নের বিহারী উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন কল্যাণী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ফারুকুজ্জামান ডাকুয়া।
উপস্থিত ছিলেন, বড়দরগা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম সাইফুল ইসলাম আজাদ, বিহারী উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক নাছরিন আক্তার, কল্যাণী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, তালতলা দাখিল মাদ্রাসার সুপার লুৎফর রহমান, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য শাহীন মির্জা সুমন, ইউপি সদস্য মনজু মিয়া, সংরক্ষিত মহিলা সদস্যা মনোয়ারা বেগম, রিনা বেগম, হাসী বেগম, পীরগাছা উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা, গাজী সালাউদ্দীন, ফারুক আজম, জোলেখা বেগম।
কর্মশালায় বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা এ পৃথিবী বদলে দিবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। পাশাপাশি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয় কর্মশালা থেকে।
কর্মশালায় বিচারকের দ্বায়িত্বে ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ নেওয়াজ হোসেন,ইউপি সদস্য মো. হামিদুল ইসলাম, হুমায়ূন কবির, মো.নেছার আহমেদ, হিসাব সহকারী কাম কম্পিউটার মো. আবু সাইদ। এতে ইউনিয়নের চারটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। প্রতি স্কুল থেকে ৪ জন করে শিক্ষার্থী নিয়ে একটি দল তৈরী করা হয়। যে বিষয়ে প্রতিযোগীতা করা হয়েছে উপস্থাপন, বর্ণনা, লেখার সৌন্দর্য, কাল্পনিক বাস্তবসম্মত কিনা, উপসংহার।
কর্মশালায় প্রথম স্থান অর্জন করে কল্যাণী উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় বড়দরগা উচ্চ বিদ্যালয়, তৃতীয়স্তান অর্জন করে বিহারী উচ্চ বিদ্যালয়। কর্মশালায় অত্র ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষানুরাগী ও সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।