মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন
হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধিঃ
আমিরে জামায়াতের নির্দেশে সারা দেশের মতো রংপুরেও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের খোঁজখবর এবং চিকিৎসা সহায়তা দিলেন জামায়াত নেতৃবৃন্দ।
বুধবার (২৮ আগস্ট) বিকেলে রংপুর নগরীর ১৩ ও ১৪নং ওয়ার্ডের মোহাম্মদ আরাফাত সানি, মাসুদ রানা মাসুম ও আবু সালেক সোহানের খোঁজখবর এবং আর্থিক সহায়তা দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও সাবেক রংপুর মহানগর আমির অধ্যাপক মাহাবুবুর রহমান বেলাল। রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান, নায়েবে আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি ও কোতোয়ালি থানা আমির কে এ এম আনোয়ারুল হক কাজল। মহানগর আইন ও প্রচার সম্পাদক এডভোকেট কাউসার আলী, ১৭নং ওয়ার্ড আমির মাওলানা সাইফ উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহাবুবুর রহমান বেলাল বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সারাদেশে নিহত এবং আহতদের পরিবারে আমীরে জামায়াতের নির্দেশে আমরা খোঁজখবর নিয়েছি এবং নিয়ে যাচ্ছি। প্রয়োজন মত আমরা আহতদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করছি, আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক দল, এই দলের প্রতিটি কর্মীই দেশবাসীর যে কোন দুঃসময় পাশে থাকছে এবং থাকবে।
উল্লেখ্য মোহাম্মদ আরাফাত সানি, মাসুদ রানা মাসুম ও আবু সালেক সোহান বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে আহত হয়েছিলেন ।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com