মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন
হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধিঃ
আমিরে জামায়াতের নির্দেশে সারাদেশে শান্তি-শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে রংপুর মেট্রোপলিটনের পাঁচটি থানার অফিসার ইনচার্জদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। শুক্রবার (১৬ আগস্ট) নগরীর ছয়টি থানার মধ্যে পাঁচটি-মেট্রোপলিটন কোতোয়ালি, পরশুরাম, হাজির হাট, তাজহাট ও মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জদের সাথে সাক্ষাৎ করেন তারা। থানা পরিদর্শন ও সাক্ষাৎ কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও সাবেক রংপুর মহানগর আমির মাহাবুবুর রহমান বেলাল।
রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান, সেক্রেটারি ওবায়দুল্লাহ সালাফি, নায়েবে আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি ও কোতোয়ালি থানা আমির কে এ এম আনোয়ারুল হক কাজল। মহানগর আইন ও প্রচার সম্পাদক এডভোকেট কাউসার আলী। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর সেক্রেটারি নুরুল হুদা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা ও সেক্রেটারি সুমন সরকার সহ
সংশ্লিষ্ট থানার দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
শুক্রবার সকাল নয়টায় পরশুরাম থানার অফিসার ইনচার্জ সালেহ আহমদ পাঠানের সাথে সাক্ষাতের মাধ্যমে পরিদর্শন শুরু হয়ে কোতোয়ালি, হাজিরহাট, তাজহাট থানা প্রদক্ষিণ করে মাহিগঞ্জ থানা পরিদর্শন শেষ হয় বেলা বারোটায়।
পাঁচ থানার অফিসার ইনচার্জ- মো. মোন্তাছের বিল্লাহ, সালেহ আহমদ পাঠান, মোঃ রজব আলী, মো. হোসেন আলী ও রওশন কবিরের সাথে সাক্ষাৎকালে রংপুরে শান্তি-শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নেতৃবৃন্দ।
তারা বলেন, সারাদেশে শান্তি-শৃঙ্খলা ফেরাতে আমিরে জামায়াতের নির্দেশে আমরা সারাদেশে কাজ করে যাচ্ছি, বিশেষ করে সংখ্যালঘুরা কোনভাবেই যেন হামলার শিকার না হয় সেজন্য আমরা তাদের বসতবাড়ি, মন্দির পাহারা দিচ্ছি। বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে পুলিশের ভূমিকা অপরিসীম, সেই লক্ষ্যে আমরা বাংলাদেশ পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। আগামীর সোনার বাংলা গড়তে কোন দুষ্কৃতিকারী যেন বাধা হয়ে না দাঁড়ায় সেক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান জামায়াত নেতৃবৃন্দ।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com