বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১১ অপরাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর আইনজীবী সমিতির এসোসিয়েট সদস্যের বিধান বাতিল করে সকলকে জেনারেল সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার দাবিতে আজ (২০ আগস্ট) বেলা ২টায় বৈষম্যবিরোধী আইনজীবী আন্দোলনের উদ্যােগে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী আইনজীবী আন্দোলনের সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এডভোকেট মাসুম হাসান, এডভোকেট খায়রুল ইসলাম বাপ্পি, এডভোকেট শরিফুল ইসলাম দুলাল, এডভোকেট মাসুদ রানা প্রামাণিক, এডভোকেট পারুল বেগম প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, রংপুর আইনজীবী সমিতির বিধান অনুযায়ী ৩৫ বছরের মধ্যে আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হলে জেনারেল সদস্য এবং ৩৫ বছরের উর্দ্ধে হলে এসোসিয়েট সদস্য হিসেবে গণ্য করা হয়। যা বাংলাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল অ্যাক্টের সাথে সাংঘর্ষিক। এই কালো আইনের কারণে এখানে এসোসিয়েট সদস্যরা সাংবিধানিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারে না ।
এছাড়াও এসোসিয়েট সদস্যরা আইনজীবী সমিতির আর্থিক সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত। শুধুমাত্র এসোসিয়েট সদস্য হওয়ার কারণে নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছে। নেতৃবৃন্দ, সকল এসোসিয়েট সদস্যকে জেনারেল সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে ভোটাধিকার প্রদানের দাবি জানান।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com