শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:০৩ পূর্বাহ্ন
মাহাবুব আলম- রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের পাটগাঁও গ্রামে ৩রা এপ্রিল রবিবার দুপুরে এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।বাংলাদেশ গম ও ভুট্টা গবেষনা ইন্সিটিটিউট দিনাজপুর এর আয়োজনে এবং রাণীশংকৈল কৃষি অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এ মাঠ দিবসের কার্যক্রম সম্পন্ন হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও উপ-পরিচালক ও জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আবু হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বৈজ্ঞানিক কর্মকর্তা মনোয়ার হোসেন, স্থানীয় কৃষক মোঃ আব্দুল কাদের প্রমুখ। এছাড়াও কৃষি অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মাঠ দিবসে বক্তারা উপস্থিত কৃষকদের উন্নত জাতের গম ও ভুট্টা চাষে উদ্বুদ্ধ করেন। মাঠ দিবসে প্রায় শতাধিক কৃষক- কৃষাণী অংশগ্রহণ করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওই ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ সহকারি কৃষি অফিসার মাসুদ রানা।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com