শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের মলক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিমানবন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম-মোঃ সোহেল ভুঞা ও মোঃ রাজু মিয়া। গতকাল ৩১শে মার্চ ২০২২ইং রাত ৮টা ৩০ ঘটিকায় বিমানবন্দর থানার গোলচত্তর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাঃ আসলাম উদ্দিন মোল্লা গণমাধ্যম কর্মীদের জানান- কতিপয় মাদক ব্যবসায়ী বিমানবন্দর থানার গোলচত্তরের পূর্ব পার্শ্বের মনোলোভা হোটেল কাবাব এন্ড রেস্টুরেন্ট এর সামনে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় সোহেল ও রাজুকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় দেশের প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। আজ শুক্রবার ১লা এপ্রিল ২০২২ইং তারিখ মাদকদ্রব্য উদ্ধার তথা আসামীকে গ্রেফতারের বিষয়টি ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com