সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পর্যায়ের দুই সমন্বয় সারজিস আলম ও হাসনাত আবদুল্লার রংপুরে আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মহানগর ও জেলা জাতীয় পার্টিসহ সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার (২৬শে অক্টোবর) দুপুরের দিকে নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পায়রা চত্বরে এসে বিক্ষোভ শেষ করেন।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টারা কেউ যোদ্ধা ছিলেন না। তাদেরকে বাসা থেকে নিয়ে এসে ওখানে বসানো হয়েছে। কারণ, অন্তর্ভুক্তকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে পুরনো জঞ্জাল ঝেড়ে দিয়ে একটি সুষ্ঠ নির্বাচন উপহার দিবেন এটাই চাওয়া ছিল। কিন্তু গুটিকয়েক সমন্বয়কের নামে কিছু কুলাঙ্গার কৃর্তন দিচ্ছেন আর তিনি সেগুলোর কথা শুনছেন। তিনি এখন পর্যন্ত যা করেছেন তা দৃশ্যমান নয়। যারা অথর্ব তারা এখন পর্যন্ত রাষ্ট্র প্রধানের দায়িত্বে আছেন। এখন পর্যন্ত কোন আলোর মুখ তারা দেখাতে পারেনি।
এ সময় আরো বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা জাপার সভাপতি আলাউদ্দীন মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে আর উপস্থিত ছিলেন, ছাত্রসমাজ, যুব সংহতি, স্বেচ্ছাসেবক পার্টি, মহানগরীর ৩৩টা ওয়ার্ডের নেতা-কর্মীসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।