মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগ প্রতিযোগিতায় কৃতিত্ব দেখালো বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাব। হাড্ডাহাড্ডি লড়াই, শ্বাসরুদ্ধকর উত্তেজনা এবং শ্রেষ্ঠত্ব নির্ধারণী এ লীগে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ পুলিশ।
বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত ডাবল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত ‘সিনিয়র সার্ভিসেস কাবাডি প্রতিযোগিতা-২০২২ এ বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাব ১ম পর্বে ৬ ম্যাচে ৮ পয়েন্ট ও ২য় পর্বে ৬ ম্যাচে ১১ পয়েন্ট মোট ১৯ পয়েন্ট অর্জন করে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।
দৃষ্টিনন্দন ক্রীড়াশৈলী দিয়ে এ লীগে বাংলাদেশ নৌ বাহিনী ১ম পর্বে ৬ ম্যাচে ১১ ও ২য় পর্বে ৬ ম্যাচে ৯ পয়েন্ট মোট ২০ পয়েন্ট অর্জন করে লিগ চ্যাম্পিয়ন হয়। ডাবল লিগ পদ্ধতির চমৎকার উত্তেজনাপূর্ণ এ প্রতিযোগিতার ১ম রাউন্ড ২০ জুন ২০২২ থেকে ৪ জুলাই ২০২২ এবং ২য় রাউন্ড ২৫ জুলাই ২০২২ থেক ৩১ জুলাই ২০২২ পর্যন্ত বাংলাদেশ কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজেতাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।
বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত এ খেলায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম(বার)। এ সময় আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিনিয়র সার্ভিসেস কাবাডি প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশ নৌ বাহিনীর তুহিন তরফদার।
বাংলাদেশ সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি, কারারক্ষী ও ফায়ার সার্ভিসেস বিভাগের শ্রেষ্ঠ খেলোয়াড়দের সমন্বয়ে এ লিগে ১ম পর্বে ৮ ও ২য় পর্বে ৯ পয়েন্ট মোট ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান দখল করে বিজিবি। বিষয়টি আজ সোমবার (০১ আগষ্ট, ২০২২ ইং) তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।