মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন
রাকিব হোসেন- ঢাকা জেলা প্রতিনিধিঃ
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানী মোহাম্মদপুরে দোয়া মাহফিল ও দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর ৩৩নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
গতকাল সোমবার ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্য ৩৩নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ সোহেল রানা স্বপন এর উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা উওর সিটিকর্পোরেশনের ৩৩নং ওয়ার্ড জনপ্রিয় কাউন্সিলর জনাব আসিফ আহমেদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোহাম্মদপুর থানার সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ লায়ন লতিফ, সাবেক সাধারণ সম্পাদক এডঃ জাহিদুল হক বাবুল, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক রাজিব ও ৩৩নং ওয়ার্ড মোহাম্মদপুর থানা সাবেক সভাপতি জনাব মোঃ সোহাগ তালুকদারসহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।
১৯৭৫ইং সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ এবং ১৯৭১ইং সালের মহান মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়। পরে অসহায় দুস্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।