শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:১১ অপরাহ্ন
রাশেদুল ইসলাম- কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ হিল জামান কিশোর গ্যাং ও বিভিন্ন হোটেল বা চায়ের দোকানে লুডু, অনলাইন জুয়া ও তরুণ প্রজন্মের শিক্ষার্থী যারা মোবাইলে আসক্ত এবং রাতে বাজারে আড্ডাবাজ তরুন তাদের বিরুদ্ধে আইনি অভিযান চলমান রেখে সর্বসাধারনের কাছে অঢেল প্রসংশায় ভাসছেন।
এই বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান বলেন, তরুনরাই আগামীর ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ভাবে গড়ে তুলতে এই তরুণদের মোবাইল আসক্তি, অনলাইনে জুয়া ও লুডু খেলা থেকে বিরত রাখতে হবে। তাই মান্যবর পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমাদের অভিযান চলমান আছে এবং থাকবে।
তিনি আরো বলেন – আমাদের পাশাপাশি পরিবারের পিতা মাতাকে সচেতন হতে হবে, আপনার ছেলে কখন কার সাথে মিশতেছে নজরে রাখবেন, তাদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা দিবেন তাহলে আপনাদের আমাদের ও সুধীসমাজের সকলের প্রচেষ্টায় গঠন হবে আমাদের স্মার্ট বাংলাদেশের স্মাট নাগরিক।