শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
অতিরিক্ত বাস ভাড়া নেয়ার প্রতিবাদে মাদারীপুরের কালকিনি ডাসার উপজেলার ভূরঘাটাব বাসষ্টান্ডে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়েছে।
আজ রবিবার সকালে ৫ শতাধিক বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের অংশ গ্রহণে কালকিনি-ডাসার সচেতন মহলের ব্যানারে ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা বাসস্টান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানাগেছে, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে কালকিনি ডাসারের, ভাঙ্গাব্রীজ, পাথুরিয়ারপাড়, ভূরঘাটারর উপর দিয়ে ছেড়ে আসে বিভিন্ন প্রকারের বাস। আবার ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে বরিশালের উদ্দেশ্যে কালকিনি ডাসারের পাথুরিয়ারপাড় ভূরঘাটার উপর দিয়ে যাত্রী নিয়ে ছেড়ে আসে বিভিন্ন বাস।
ওই বাসগুলো কালকিনি-ডাসারের ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে কম ভাড়া না নিয়ে তারা বরিশালের ভাড়া আদায় করে থাকেন। এ ছাড়া পদ্নাসেতু উদ্বোধন হওয়ার পরে বিভিন্ন লোকাল বাসগুলো অতিরিক্ত ভাড়া আদায় করে আসছে বলে অভিযোগে উঠেছে। এ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পরেন সাধারন মানুষ।
আন্দোলনকারী ব্যবসায়ী মহিউদ্দিন বাবু ও ব্যবসায়ী মোঃ জামাল শরীফ বলেন- সরকার কর্তৃক নিধারিত প্রতি কিলোমিটার ১.৮০ টাকা ভাড়া নেয়ার কথা থাকলেও অনেক বাস তার থেকে দুই গুন ভাড়া আদায় করছে। আমরা কালকিনি, ডাসার উপজেলার ভূরঘাটা থেকে ঢাকা গেলে বাসগুলো আমাদের কাছ থেকে বরিশালের থেকে ঢাকার ভাড়া আদায় করছে। এতে করে আমরা যাত্রীরা জিম্মি হয়ে পড়েছি।