রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন
মথি ত্রিপুরা- থানচি(বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবান রুমা উপজেলা দুর্গম প্রান্তে রামদু পাড়া স্থানীয় ব্যাপ্টিষ্টচার্চের “পূর্ণ শুক্রবার” পালন করা হয়েছে।
এই সময়ের বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- পাষ্টর- বীরবাহাদুর ত্রিপুরা; রামদু পাড়া স্হানীয় ব্যাপ্টিষ্ট চার্চ(বিটিএবিসি)।
আজ শুক্রবার বিকেল ৩ ঘটিকায় সময়ের যীশুখ্রীষ্ট পৃথিবীর মানুষের পাপের প্রায়শ্চিত্ত জন্য ক্রশের বিদ্ধ হয়ে মৃত্যুর বরণ করেছেন।এবং তিন দিন পর আবার জীবিত হয়ে উঠবেন।
তাই এই দিনটি স্বরণে সারা বিশ্বের যথাযথ পালন করেছেন খ্রীস্টধর্ম বিশ্বাসীরা। যীশুখ্রীষ্টের মৃত্যুর আগে ক্রশের উপর সাতটি কথা বলে গেলেন এবং প্রতিটি কথা পবিত্র বাইবেলের রয়েছে। তাই এইসময় পবিত্র বাইবেলের ৭ টি বানী পাঠ এবং ব্যাখ্যা করা হয়।
প্রথম বানী পাঠ করলেন, পাষ্টর- বীরবাহাদুর ত্রিপুরা পিতা এদের ক্ষমা কর,কারণ এরা কি করছে তা জানে না। লুক ২৩:৩৪ পদ।
দ্বিতীয় বানী পাঠ করলেন, অলিন ত্রিপুরা ;-আমি তোমাকে সত্যি বলছি, তুমি আজকেই আমার সঙ্গে পরমদেশের উপস্থিত হবে। লুক ৩২:৪৩ পদ।
তৃতীয় বানী পাঠ করলেন, অলিন্দ্র ত্রিপুরা ;-যীশু তাঁর মাকে এবং যে শিষ্যকে ভালবাসতেন তাকে দাঁড়িয়ে থাকতে দেখলেন।” প্রথমে তিনি মাকে বললেন, ঐ দেখ,তোমার ছেলে। তার পরে সেই শিষ্যকে বললেন, “ঐ দেখ,তোমার মা।” তখন থেকেই সেই শিষ্য যীশুর মাকে তাঁর নিজের ঘরে নিয়ে গেলেন। যোহন ১৯:২৬-২৭ পদ।
চতুর্থ বানী পাঠ করলেন, যোগেশ ত্রিপুরা ;-(খ) অংশ এলী এলী লামা শবক্তানী,অর্থাৎ, ঈশ্বর আমার, ঈশ্বর আমার কেন, তুমি আমাকে ত্যাগ করেছ? মার্ক ১৫ঃ৩৪ পদ।
পঞ্চম বানী পাঠঃ সঞ্জয় ত্রিপুরা ;-( খ) অংশ আমার পিপাসা পেয়েছে। যোহন ১৯:২৮ পদ।
ষষ্ঠ বানী পাঠঃ ধমশিংহা ত্রিপুরা ;- (খ) অংশ শেষ হয়েছে। যোহন ১৯:৩০ পদ।
সপ্তম বানী পাঠঃ পিতা, আমি তোমার হাতে আমার আত্মা তুলে দিলাম। লুক ২৩:৪৬ পদ।