বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন
মোঃ নূরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনা আতাইকুলা থানার, আতাইকুলা ইউনিয়নের দুইটি পুড়া বাড়ীতে সদর জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার ৪ঠা এপ্রিল বিকাল সাড়ে তিনটায় সময় এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত পাবনা পাঁচ আসনের এমপি প্রার্থী, জেলা জামায়াতের সেক্রেটারী ও পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রব, সদর জামায়াতের প্রচার সম্পাদক, মাওলানা হাবিবুর রহমান হাবিব, আতাইকুলা ইউনিয়নের আমীর আকরাম মন্ডল।
তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়, তারা হলো, ২নং ওয়ার্ডের মাদারগাছী পূর্ব পাড়া গ্রামের মৃত আব্দুল জাব্বারের ছেলে মোঃ আব্দুস সাত্তার এবং ৪নং ওয়ার্ডের কাছারপুর গ্ৰামে মৃতঃ খুরজান প্রাঃ এর ছেলে মোঃ হেলাল উদ্দিন। তাদেরকে সদর উপজেলা জামায়াতের পক্ষ থেকে ২০,০০০= (বিশ হাজার টাকা) করে দুই জনকে মোট ৪০,০০০=(চল্লিশ হাজার টাকা) প্রদান করা হয়।
গত ২০শে মার্চ সোমবার বিদ্যুতের শর্ট-সার্কিটে হতে আগুন লেগে দুইটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তাদের দুই জনের দের থেকে দুই লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- আতাইকুলা ইউনিয়নের সাবেক আমীর ও আতাইকুলা ডিগ্ৰি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ জাবেদ আলী, ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ আলমগীর হোসেন, আব্দুর রহমান, অত্র এলাকায় প্রধান বর্গ, জামায়াত নেত্রীবৃন্ধ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।