সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন
মো. নূরন্নবী- পাবনা জেলা প্রতিনিধি.
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিবার (১ ডিসেম্বর) আতাইকুলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধুপুর পুর্ব পাড়া জামে মসজিদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা জামাতের সূরা ও কর্ম পরিষদ সদস্য এবং আতাইকুলা ইউনিয়নের তদারককারী উপাধাক্ষ মাওলানা জামাল উদ্দিন, আতাইকুলা ইউনিয়ন জামায়াতে সভাপতি মো. আকরাম হোসেন মন্ডল, ২নং ওয়ার্ডের সাবেক সভাপতি মামা জমির হোসেন জুয়েল, নব-নির্বাচিত সভাপতি মাওলানা আব্দুল আলিম প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, আতাইকুলা ইউনিয়ন জামায়াতের সহ. সভাপতি মো. আমজাদ হোসেন, মো. হুজ্জাতুল্লাহ, সেক্রেটারি হাফেজ মো. সাইফুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি মো. খাইরুল ইসলাম, আইটি মিডিয়া ও প্রচার সেক্রেটারি সাংবাদিক মো. নুরুন্নবী, অফিস সেক্রেটারি মো. আকমাল হোসেন, যুব ও ক্রিয়া বিভাগের সেক্রেটারি মো. সোহেল রানা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।