শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
আনুষ্ঠানিকভাবে মাদারীপুরের কালকিনি পৌরসভার ২০২২/২৩ইং অর্থবছরের জন্য ৬৫ কোটি ১১ লাখ ৫ হাজার ১১৯ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ ২৮শে জুন মঙ্গলবার দুপুরে পৌরসভা মিলনায়তনে পৌরসভার মেয়র এস এম হানিফ এ বাজেট ঘোষণা করেন।
বাজেট ঘোষণার পর পৌরসভা এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নতুন নতুন প্রকল্প গ্রহণের তালিকা প্রকাশ করে বক্তব্য রাখেন পৌর মেয়র এস এম হানিফ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আ’লীগের যুগ্নসাধারন সম্পাদক মোঃ লোকমান সরদার, প্যানেল মেয়র নাসির উদ্দিন, আ’লীগ নেতা ভজন দত্ত, কাউন্সিলর আসাদুজ্জামান লাবু ও কাউন্সিলর আনিছুর রহমান প্রমুখ।