শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন
জুয়েল রানা- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
গত ২ দিনে পুলিশের সাড়াশি অভিযানে পাঁচ জন অপরাধীকে আঠক করতে সক্ষম হয়েছে ইবিথানা পুলিশ।
তথ্য সূত্রে জানা যায়- বৃহস্পতিবার ও শুক্রবার ইবিথানা ও এ থানার অন্তর্ভুক্ত বিভিন্ন পুলিশ ক্যাম্প বিশেষ এ অভিযান পরিচালনা করে। এস আই গৌতম কুমার মন্ডল ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে মোঃ শরিফুল ইসলাম(৪০) পিতা- মৃতঃ আঃ মালেক, সাং-মুড়লী, থানা-কতোয়ালী, জেলা- যশোরকে শুল্ক ফাঁকি দেয়া ২০ বস্তা বিড়ি, ৫ বস্তা জর্দা, ৫ বস্তা গুলসহ ইবিথানা এলাকা থেকে আটক করে।থানায় মামলা নং-১৮। এস আই শ্যামাপ্রসাদের নেতৃত্বে সি আর সাজা প্রাপ্ত ওয়ারেন্টের আসামি মোঃ মোমিন মোল্লা(৫০), পিতা-মোঃআরমান আলী,সাং-পূর্বআব্দালপুর।
এস আই মারুফ হাসান ১৫১ ধারায় সাজাপ্রাপ্ত আসামি মোঃ শাকিল খান(৩৫), পিতা-সিরাজ আলী, সাং-বানিয়াপাড়া। এ এস আই শেখ ইসলাম জি আার ওয়ারেন্ট তালিকা ভুক্ত আসামি মোঃ মিঠু(৪৫), পিতা- মোঃ জহির মন্ডল, সাং- শান্তীডাঙ্গা।
ইবিথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আননুর যায়েদ বিপ্লবের নেতৃত্বে পশ্চিম আব্দালপুর চরপাড়া গ্রামের দরবেশ আলীর ছেলে মোঃসবুজ হোসেন(৪৫)কে ৩৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতদের সর্ব থানা ও জেলা কুষ্টিয়া। আটককৃতদের নামে মামলা হয়েছে বলে জানিয়েছেন ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
তিনি আরও জানান- অত্র এলাকায় সংঘবদ্ধ একটি চক্র মাদক সিন্ডিকেট তৈরি করেছে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে।
যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।যশোর থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন শিক্ষাূথীর অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে ‘র’ অদ্যক্ষর যুক্ত বলেন- অনেক আশা করে আমার মেয়েকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছিলাম কিন্তু এখানে ঘটেছে তার উল্টোটা।
এ বিশ্ববিদ্যালয়ে হরহামেশা চাকরির জন্য মারামারি, হলে সিট নিয়ে কাড়াকাড়ি, দুর্নীতির ভিডিও ভাইরাল, হলে শিক্ষার্থী
নির্যাতনের খবর ভাইরালে আমরা শংকিত। এ সমস্ত কর্মকান্ডের বিরুদ্ধে সরকারের হস্তক্ষেপ দ্রুত তিনি কামনা করেন।