মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তিঃ
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, এই ইসি সরকারি দলের দলালি করছে। তার প্রমাণ হিসেবে বলা যায় গণমানুষের দাবি বাস্তবায়নের জন্য নিবেদিত রাজনৈতিক প্লাটফর্মকে বাদ দিয়ে তারা ১২টি ভূইফোর-কাগুজে সংগঠনকে নিয়ে নিবন্ধনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছিলো।
প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে ২০শে মে বেলা ১২টায় দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সভায় প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস্ চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী ভাইস্ চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ বক্তব্য রাখেন।
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী এসময় আরো বলেন- জাহাঙ্গীরের মতো সাবেক মেয়রকে খোড়া অজুহাতে তারা প্রার্থীতা বাতিল করেছে, কতগুলো গৃহপালিত গরু-ছাগলের রাজনৈতিক দলকে তারা নিবন্ধন দেয়ার পায়তারা করছে। আগামী মাসের মধ্যে দালাল-দুর্নীতিগ্রস্থ নির্বাচন কমিশন নতুন করে গঠনের দাবি নিয়ে রাজপথে নামবে নতুনধারা বাংলাদেশ এনডিবি।