শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন
ভোলা জেলা প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ড মোরগ প্রতীকের মেম্বার প্রার্থী মেহেদী হাসান সোহাগের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় মেম্বার প্রার্থী মেহেদী হাসান সোহাগ তার কর্মী ও সমর্থকদের নিয়ে ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। গণসংযোগ শেষে স্থানীয় চৌমুহনী বাজারে এক পথসভার আয়োজন করা হয়। মুহুর্তের মধ্যে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে পথসভাটি জনসভায় রূপ নেয়।
পথসভায় ভোটারদের উদ্দেশ্যে মেম্বার প্রার্থী মেহেদী হাসান সোহাগ বলেন- আমি আপনাদের ভালোবাসা ও সমর্থন দেখে মুগ্ধ হয়েছি। আমি জানি আপনাদের ভালবাসার ঋণ কোনদিন শোধ করতে পারব না।
এরপরেও বলছি, আগামী ২৮শে নভেম্বর আপনাদের মূল্যবান ভোটে আমি নির্বাচিত হলে সমাজ উন্নয়নে নিজের সর্বোচ্চ দেয়ার চেষ্টা করব। আপনাদের সাথে প্রতিজ্ঞা করছি আমি বিজয়ী হলে এই ৫নং ওয়ার্ডকে চোর-ডাকাত, মাদক ও সন্ত্রাস মুক্ত রাখব ইনশাআল্লাহ।