শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে পুকুর থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার করছে থানা পুলিশ।
শুক্রবার ১৯শে মে সকাল ৯টায় উপজেলার বড়ভিটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান’র পুকুরে উদ্ধার করা হয়।
প্রতিদিনের ন্যায় সকালে আলহাজ্ব ফজলার রহমানের ছেলে আলহাজ্ব শামীম হোসেন দেখাশোনার জন্য তার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে পুকুরে সাদা পাঞ্জাবী পরিহিত একজন মানুষ ভেসে আছে। তিনি তাৎক্ষণিক তার বাবাকে অবহিত করেন।
কথা হলে বড়ভিটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান জানান- সকালে আমার বড় ছেলে শামীম হোসেন পানিতে লাশ দেখতে পেয়ে আমাকে জানিয়েছে। আমি তাৎক্ষণিক কিশোরগঞ্জ থানা পুলিশ কে অবহিত করেছি।
এবিষয়ে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান- চেয়ারম্যান সাহেবের পুকুর থেকে একজন অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো সনাক্ত করা যায়নি এবং মৃত্যূর কারণ ও জানা যায় নি। একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।