শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন
শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধি.
নীলফামারীর কিশোরগঞ্জে খালিদ বিন লিশাদ হত্যা মামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বৈষম ̈বিরোধী ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ২০২৪ইং দুপুর ২টায় নিহতের এলাকাবাসী, শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ও বৈষম ̈বিরোধী ছাত্র-জনতার ব্যানারে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করা হয়। এসময় তাঁরা বিভিন্ন প্লাককার্ড হাতে নিয়ে জড়িতদের শাস্তির দাবিতে স্লোগান দেন।
উক্ত মানববন্ধনে বক্তব্য দেন, নিহত লিশাদের ভাই মিনু মিয়া, প্রতিবেশী রুপম সরকার ও সুজা। দাবির একাত্বতা ঘোষণা করে আরও বক্তব্য দেন, নিহতের স্কুল শিক্ষক আখতারুজ্জামান বাদল, সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, কিশোরগঞ্জ সচেতন নাগরিক সমাজের পক্ষে আব্দুল কাইয়ুম, বৈষম ̈ বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের প্রতিনিধি, মোতালেব হোসেন, শিবলী সাদিক ও এবি মালেক প্রমুখ।
এ সময় তারা আরো বলেন, লিশাদ ছিল মেধাবী ছাত্র। যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত, তাদেরকে অনতিবিলম্বে তাঁদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। তারা খুনীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চান। ৪৮ ঘন্টার মধ্যে লিশাদ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের আল্টিমেটাম দেন তারা।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, ইতমধ্যে আমরা একজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি। তাকে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে, আদালত এখনো রিমান্ড মঞ্জুর করেনি। তবে আগামী সপ্তাহে আদালতে শুনানী আছে। তিনি আরো বলেন, জড়িতদের গ্রেফতারে আমাদের অভিযান চলমান আছে। মামলার সুষ্ঠ তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য- গত মঙ্গলবার (১২ নভেম্বর) ২০২৪ইং নিখোঁজের ৩ দিন পর নিতাই ইউনিয়নের বেলতলীর বিধজ সংলগ্ন চাড়াল কাটা নদী থেকে লিশাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।