বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
এন,সি জুয়েল- কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক বিশেষ কার্যক্রমে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় শ্রেষ্ঠ জয়িতা সম্মানে ভূষিত হয়েছেন উপজেলার এক ইউপির সংরক্ষিত মহিলা সদস্য জান্নাতুল ফেরদৌস। তিনি ২নং চৌয়ারা ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে বেগম রোকেয়া দিবস উপলক্ষে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে স্মারক প্রদান করা হয়। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় তিনি এ সম্মাননা পান।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, বীর মুক্তিযোদ্ধা এটিএম ইউনুস প্রমুখ।