বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:১৪ অপরাহ্ন
মোঃ নূরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
সুইডেনে মুসলমানদের মহান পবিত্র ধর্মগ্ৰন্থ আল কোরআন পোড়ানোর প্রতিবাদে পাবনা জেলার সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটিতে ওলামা মাশায়েখ পরিষদের হাজারো নেতা কর্মী উপস্থিত ছিলেন। চাপাবিবি জামে মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে ওলামা মাশায়েখ পরিষদে নেতাকর্মীরা জড়ো হোন। এতে শত শত সাধারণ মুসল্লিরাও যোগ দেন।
ওলামা মাশায়েখ পরিষদ, পাবনা জেলা শাখার ব্যানারে আজ ৭ই জুলাই বাদ জমা চাপা বিবি মসজিদ থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দই বাজার মোড়ে এসে শেষ হয়।
ওলামা মাশায়েখ পরিষদের জেলা সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আব্দুস শাকুবের পরিচালনায় মিছিলটি শুরু হয়। বিক্ষোভ মিছিল পৃর্বে বক্তব্য রাখেন, পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি ও পাবনা-৫ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা আব্দুল লতিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মিছিলটিতে আরো উপস্থিত ছিলেন, পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও আলিয়া মাদ্রাসা মসজিদের খতিব অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান, ইসলামিয়া কলেজের অধ্যাপক রকিব উদ্দিন, মাছিম পুর জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুর রব,অধ্যাপক জাকির হোসাইন, ইব্রাহিম খলিল আইনুল, ইকরামুল হক, আব্দুল লতিফ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।