বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
মিরসরাই উপজেলাধীন ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের অদূরে আজ মঙ্গলবার খৈয়াছড়া ঝর্ণা রোডের মুখে কৃষি জমিতে কোন প্রকারের অনুমতি ব্যতিত মাটি ভরাট করে নির্মিতব্য রিসোর্টে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
অভিযানকালে পূর্ব মঘাদিয়া মৌজাধীন খৈয়াছড়া ঝর্ণা রোডের মুখে নির্মিতব্য রিসোর্টের স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযান সম্পর্কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান- অবৈধভাবে রিসোর্ট নির্মাণের কাজ চলছে মর্মে জানতে পেরে সরেজমিন পরিদর্শনপূর্বক ওই জায়গার মালিককে এই ব্যাপারে সতর্ক করা হয় এবং নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বলা হয়।
কিন্তু তিনি তা অমান্য করে নির্মাণ কাজ চালিয়ে যান। এমতাবস্থায় ফসলী জমি রক্ষায় তার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনায় মিরসরাই থানা পুলিশ এবং আনসার বাহিনী সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।