বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
টঙ্গীতে সৎ নির্ভীক জনদরদী শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রশীদ ভূঁইয়ার নবম মৃত্যুবার্ষিকী উপলে মরহুমের কবরে পুষ্পার্ঘ অর্পণ, মেধাবী, গরীব ছাত্র/ছাত্রীদের বৃত্তিপ্রদান, দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান, দোয়া ও মিলাদ মাহফিল গতকাল মঙ্গলবার টঙ্গী রেলওয়ে শিশু নিকেতন প্রাঙ্গণে অনুষ্টিত হয়েছে।
আব্দুর রশীদ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্ট পরিচালনার কমিটির সভাপতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বেগম শামসুন নাহার ভূঁইয়া এমপির সভাপতিত্বে এবং ট্রাস্টের সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ শহীদুলাহ পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. মোঃ আজমত উলা খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মরহুম আব্দুর রশীদ ভূঁইয়ার মেমোরিয়ার ট্রাস্টের সদস্য, সেবা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ জালাল আহম্মেদ, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহঃ সভাপতি রাজিব হায়দার সাদিম, গাজীপুর মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহŸায়ক কবির হোসেন মন্ডল, মেহেদি হাসান সুমন, সম্বেলিত সাংস্কৃতিক জোট টঙ্গী শাখার সভাপতি এ্যাডঃ সওকত আলী, সহঃ সভাপতি শেখানুর ইসলাম শাহী, তামান্না ইসলাম, আওয়ামী লীগ নেতা হাজী জয়নাল আবেদীন, শ্রমিক নেতা মফিজুল হোসেন, ডাঃ আবুল কাশেম, নির্মাণ শ্রমিক নেতা, কবির আহম্মেদ, টুটুল মিয়া, হুমায়ুন কবির, গাজীপুর মহানগর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি রফিকুল ইসলাম ডালিম, বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গীর সাংগঠনিক জেলার শাখার সভাপতি মোসাঃ আনোয়ারা বেগম, টঙ্গী আঞ্চলিক ট্রেড ইউয়িন কেন্দ্রের সভাপতি কামরুজ্জামান হেলাল, গাজীপুর সিটি কর্পোরেশনের সংরতি মহিলা কাউন্সিলর, টঙ্গী থানা মহিলা শ্রমিক লীগের সভাপতি মোসাঃ হামিদা বেগম, সাধারণ সম্পাদক হ্যাপী আক্তার, গাজীপুর সদর থানা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুমা আক্তার ঝুমুর প্রমুখ।
উলেখ্য- মরহুম আব্দুর রশীদ ভূঁইয়ার নবম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে সংরতি মহিলা সংসদ সদস্য, আব্দুর রশিদ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি বেগম শামসুন নাহার ভূঁইয়া এমপি বলেন- আমাদের মাননীয় প্রধান মন্ত্রী সবাইকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন। আমরা সবাই অপচয় না করে সাশ্রই হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করছি। আলোচনা সভার শেষে মেধাবী ও গরীব ছাত্র/ছাত্রীদের বৃত্তি প্রদান দুঃস্থ অসহায় মানুষের আর্থিক সহায়তা প্রদান করার শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।