শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন
রবিন চৌধুরী- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুরে আদালতে মামলা চলমান এবং পিবিআইয়ের তদন্তাধীন থাকা অবস্থায় ফের দ্বিতীয় দফায় প্রকাশ্যে মাছ লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার ৮ নম্বর চেংমারী ইউনিয়নের ফকিরের হাট এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। মামলার ১ নম্বর আসামি আব্দুল মালেক মিয়া এবং ১০ নম্বর আসামি ফকিরের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জামান বুলবুলের নেতৃত্বে ভাড়াটে লোকজন সংঘবদ্ধভাবে খামারে প্রবেশ করে শত শত কেজি মাছ লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার সময় স্থানীয় সাংবাদিকরা সরেজমিনে উপস্থিত ছিলেন। তাদের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায় একদল লোক সংঘবদ্ধভাবে খামারে প্রবেশ করে মাছ ধরছে এবং স্থানীয়দের বাধা উপেক্ষা করেই চলে এই হরিলুট।
এ বিষয়ে মিঠাপুকুর মৎস্য প্রকল্পের স্বত্বাধিকারী মোঃ আল মাহমুদ সরকার বলেন, “আদালতে মামলা চলমান এবং পিবিআই মামলাটি তদন্ত করছে। তারপরও ১ ও ১০ নম্বর আসামির নেতৃত্বে প্রকাশ্যে মাছ লুট চলছে। আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। বিলে গেলে প্রকাশ্যে আমাকে হত্যা করা হবে এমন হুমকিও দেওয়া হয়েছে।
মামলার ১০ নম্বর আসামি ও প্রধান শিক্ষক আমিরুজ্জামান বুলবুল বলেন, “আমরা পুকুরে জাল ফেলেছিলাম মাছগুলো দেখার জন্য। এ বিষয়ে মোবাইলে কথা বলতে চাই না।
স্থানীয়রা বলছেন, ক্ষমতার অপব্যবহার করে অভিযুক্তরা একাধিকবার আদালতের আদেশ অমান্য করছেন। এতে এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।