মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
জাফর ইকবাল- হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের সাতছড়ি গাঢ়টিলা সঞ্জীলা সাংমা(৬৫) নামে এক নারী খুন হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে পারিবারিক বিরোধের জের ধরে মা ছেলের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়।
একপর্যায়ে ছেলে দ্রুবেশ সাংমা(২৫), তার মাকে থাপ্পড় দিলে, দ্রুবেশ সাংমা’র (মা) মাটিতে পড়ে যায়।
এরপর কাঠের চেয়ার দিয়ে পিঠে আঘাত করলে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
পরে ৫ই আগস্ট শুক্রবার সকালে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন এবং অভিযুক্ত ছেলে দ্রুবেশ সাংমাকে গ্রেফতার করেন।
এব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আশরাফ বলেন- লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এবং ছেলে দ্রুবেশ সাংমাকে গ্রেফতার করা হয়েছে।