শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৫২ অপরাহ্ন
জাফর ইকবাল- হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নে ইমামবাড়ী বাজারের পাশে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে সাফিকুল ইসলাম(২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
এছাড়াও উপজেলার বাল্লা জগন্নাথপুর গ্রামের নিজ গ্রামের হাওরে জমিতে কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতে ওমর বিশ্বাস(২২) নামে এক কৃষকের মৃত্যু হয়।
মঙ্গলবার ৬ই সেপ্টেম্বর সকালে এই ঘটনা ঘটে। নিহত সাফিকুল ইসলাম কালিয়ারভাঙ্গা গ্রামের মোঃ জমিরুল মিয়া’র ছেলে অপরদিকে ওমর বিশ্বাস উপজেলার বাল্লা চরগাও গ্রামের রবীন্দ্র বিশ্বাসের ছেলে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ জানান- আজকে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। সকালে বৃষ্টির সময় বাড়ির পার্শ্ববর্তী ইমামবাড়ী বাজারের পাশে হাওরে কাজে ছিল সাফিকুল ইসলাম।
বজ্রপাতের পরে তাকে নিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে জাওয়া হয়েছে। হবিগঞ্জ সদর থানা পুলিশ এই লাশের সুরতাল রিপোর্ট করছে। অপর জন জমিতে কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতে কবলে পড়ে সেখানে তার মৃত্যু হয়েছে।