সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিপিএসএ)।
আজ সোমবার ১৫ই আগস্ট দুপুর ১২টায় অতিরিক্ত আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) ডঃ মোঃ মইনুর রহমান চৌধুরী, বিপিএম (বার) এর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), অতিরিক্ত আইজি এস এম রুহুল আমিন, এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজি মোঃ কামরুল আহসান, বিপিএম (বার), অতিরিক্ত আইজি মোঃ মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজি মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত আইজি এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম; ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত আইজি ব্যারিস্টার মোঃ হারুন-অর-রশিদ বিপিএম, ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার), ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম’সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা।