মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন
সেরাজুল ইলাম- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে ১২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৮‘র সদস্যরা। শুক্রবার ১৫ই এপ্রিল দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৮‘র স্পেশালাইজড কোম্পানি মোঃ আব্দুল্লাহ নলছিটি থানায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত ব্যাক্তিরা হলেন- বরিশাল কোতোয়ালি থানার দৌলতপুর এলাকার খোকন মীরের ছেলে রহিম(৩৪) ও কুমিল্লা জেলার ঘোষগাঁও এলাকার মৃতঃ কাজী নূরুল ইসলামের ছেলে মোঃ মাহফুজুল ইসলাম সবুজ(৩১)।
মামলার এজাহার সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় তল্লাশি চালিয়ে ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের দুই পোটলায় ১২ কেজি গাঁজাসহ তাদের আটক করে র্যাবের একটি টিম। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বরিশাল ও ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন- তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।