বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
মাহবুবুর রহমান- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
টঙ্গীর মোল্লা বাজার এলাকায় আলহাজ্ব সানাউল্লাহ মোল্লা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান গতকাল শুক্রবার দুপুরে আলহাজ্ব সানাউল্লাহ মোল্লা জামে মসজিদের মোতাওয়ালী ও জমিদাতা আলহাজ্ব মোঃ সানাউল্লাহ মোল্লার সভাপতিত্বে এবং টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মামুনুর রশীদ মামুন মোল্লার পরিচালনায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি গাজীপুর-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী, যুব ও ক্রিড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ মোঃ আজমত উল্লা খান। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহঃ সভাপতি আলহাজ্ব মোঃ ওসমান আলী, মোল্লা বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলাউদ্দিন মোল্লা, আলহাজ্ব সানাউল্লাহ মোল্লার বড় ছেলে, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাসির উদ্দীন মোল্লা, গাজীপুর সিটি করপোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ বিল্লাল হোসেন মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী জরিফ আহম্মেদ মন্টু ডিলার, মামদী মোল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মকছুদুর রহমান রতন, যুব উন্নয়ন কর্মকর্তা মনসুরুল ইসলাম মিলন, গাজীপুর মহানগর ৫৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মোঃ জালাল মাহমুদ, সদস্য সচিব মোঃ হারুন অর রশিদ, শ্রমিক নেতা মোঃ হিরন মিয়া, সারোয়ার আলম রিপন, টঙ্গী পশ্চিম থানা তাঁতী লীগের সভাপতি সিরাজুল হক, নুরুল ইসলাম মোল্লা, বাইতুল আকরাম মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স পেশ ইমাম ও খতিব আল্লামা ইউনুস সাঈদী, মুফতি কামাল উদ্দিন, মুফতি সলিমুল্লাহ, মুফতি মোঃ হারুন অর রশিদ, মুফতি ওহিদ উল্লাহ বীন আব্দুল আজিজ, মাওঃ আবু বকর, মাওঃ আব্দুল জলিল, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কাজী মন্জুর প্রমুখ। আলোচনা সভা শেষে নবনি মিন্নিত আলহাজ্ব সানা উল্লাহ মোল্লা জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্হাপন করা হয়েছে।