শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরে টঙ্গী থানা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ নৌ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সারাদিন ব্যাপী প্রতাশা মাঠের কাটাবন এলাকায় মনোমুগ্ধকর আয়োজনে পালিত হয়েছে এই নৌ ভ্রমণ।
টঙ্গী থানা ছাত্রলীগের সভাপতি মোঃ কানন মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নাজমা হোসেন, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোঃ মশিউর রহমান সরকার বাবু ও সাধারণ সম্পাদক শেখ মোঃ মোস্তাক আহমেদ কাজল, টঙ্গী কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মনজুর প্রমুখ।
এ সময় টঙ্গী থানা ছাত্রলীগের সভাপতি মোঃ কানন মোল্লা বলেন- প্রতি বছরের মতো এবারও ছাত্রলীগের নেতা ও কর্মীদের এই নৌ ভ্রমণের আয়োজন করা হয়েছে এবং টঙ্গী থানা ছাত্রলীগ ও তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে এই আনন্দ ভ্রমণ করার চেষ্টা করি, যেন তারা উৎফুল্ল মনোভাব নিয়ে থাকতে পারে।
নৌ ভ্রমণ ও আনন্দ উপভোগ শেষে দুপুরের খাবারের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়। এ সময় প্রায় ৬ শত লোকের খাবারের আয়োজন করা হয়েছিল।