বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
রংপুরের তারাগঞ্জে তিন মাদকসেবীকে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ ফেব্রুয়ারি) ২০২৫ইং উপজেলার কুর্শা ইউনিয়নের পুরনো চৌপথির ক্যানেলের ধারে এবং ইদগাহ মাঠের পাশে মাদক সেবনরত অবস্থায় আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুবেল রানা নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জেল ও জরিমানা করা হয়।
জানা গেছে, গোপনে পাওয়া খবরের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে দুপুর ১.০০ টা থেকে বিকাল ৫.২০ টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুরের সহযোগিতায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আনুমানিক বিকাল ৫টায় তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পুরাতন চৌপথি এলাকার ক্যানেলের ধারে এবং ইদগাহ মাঠের পাশে মাদক সেবনরত অবস্থায় মোঃ আব্দুল খালেক(২৬), পিতা- মোঃ খলিলুর রহমান সাং- অনন্তপুর বড়বাড়ী, মোঃ রাশেদুল ইসলাম(৩০), পিতা- মৃতঃ আবু বকর সিদ্দিক, সাং- কুর্শা দোলাপাড়া, মোঃ মোকছেদুল ইসলাম(৪৮), পিতা- মৃতঃ আব্দুল মজিদ, অনন্তপুর, সর্ব উপজেলা তারাগঞ্জ, রংপুরকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
স্থানীয় ভাবে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মাদক সেবনের মাধ্যমে এলাকার যুব সমাজকে নষ্ট করছে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে। মাদক সেবনে ঘটনার সত্যতা এবং আসামিগণ তাদের নিজ দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অপরাধের মাত্রা বিবেচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় পর্যায়ক্রমে একেক জনকে ৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, ৩(তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং ৫(পাঁচ) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। আসামিদেরকে নিয়মতান্ত্রিক ভাবে কারাগারে প্রেরণ করা হয়েছে। এলাকার শান্তি শৃঙ্খলা ও তরুন এবং যুব সমাজ রক্ষায় দেশের প্রচলিত আইনানুযায়ী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।