শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
রংপুরের তারাগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় উত্তম কৃষি চর্চা (জিএপি) সার্টিফিকেশন বিষয়ক কৃষক/উদ্যোক্তা প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সোমবার ২৮ এপ্রিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারাগঞ্জ উপজেলা অফিসের আয়োজনে উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২৯ এপ্রিল প্রশিক্ষণটি শেষ হয়।
প্রশিক্ষণকালিন
জানা গেছে, বাংলাদেশের কৃষি ক্রমেই খোরপোষ কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে পরিবর্তিত হচ্ছে। অধিক খাদ্য উৎপাদনের জন্য খাদ্যশস্যের ফলন বৃদ্ধির জন্য অধিক মাত্রায় রাসায়নিক সার ও বালাইনাশক ব্যবহৃত হচ্ছে। এর ফলে মানব স্বাস্থ্য ও অর্থনৈতিক বিবেচনায় নিরাপদ খাদ্য ক্রমাগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিরাপদ খাদ্যপণ্য প্রাপ্যতার বিষয় গুরুত্ব ও বিবেচনা করে বিষমুক্ত ও স্বাস্থ্যসম্মত কৃষি ফসল “উৎপাদন, সংগ্রহ ও সংগ্রহোত্তর” প্রক্রিয়াকরণ নিয়ম ও পদ্ধতি যেমন- স্বাস্থ্যসম্মত উৎপাদিত ফসল মাঠ থেকে সংগ্রহ, প্যাকেজিং, পরিবহন ইত্যাদি পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য Good Agricultural Practices(GAP) বা উত্তম কৃষি চর্চা অনুসরণ করা প্রয়োজন। এরই অংশ হিসেবে Programme on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh(PARTNER) প্রোগ্রাম এর আওতায় তারাগঞ্জ উপজেলা কৃষি অফিস আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক এই “কৃষক/উদ্যোক্তা প্রশিক্ষণ”।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, রংপুর এর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার- মোঃ এনামুল হক, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ- মাহমুদা খাতুন এবং পার্টনার প্রোগ্রাম এর রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার জনাব অশোক কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা- ধীবা রানী রায়।