শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
“ঈদ শুভেচ্ছা বাণী”
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তারাগঞ্জ উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ৩নং ইকরচালি ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস উদ্দিন।
তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় বলেন, মহান আল্লাহ’র গভীর আনুগত্য ও হুকুম পালনে আত্মত্যাগে এবং সংযমের মাধ্যমে আসন্ন প্রতীকী রূপ ঈদুল ফিতর। ঈদ আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়।
কাঙ্খিত বৈষম্যহীন সমাজ গড়তে আমাদের ত্যাগ, সহমর্মিতা, ভালোবাসা পূর্ণ আদর্শে অনুপ্রাণিত করতে হবে। সমাজে অসহায় দুস্থদের পাশে বিত্তবানদের এগিয়ে এসে সহযোগীতায় মাধ্যমে আনন্দ ভাগভাগি করার আহ্বান করেন।
তিনি বলেন, তারাগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময়ই অনন্য। সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে জাঁকজমকপূর্ণ ভাবে স্ব-ধর্মী ইবাদত ও উৎসব সহ বিভিন্ন অনুষ্ঠানাদি পালন করে থাকেন। একজন জনপ্রতিনিধি হিসেবে তারাগঞ্জবাসির এই সম্প্রীতির অনুপম ঐতিহ্যকে সমুন্নত রেখে তারাগঞ্জের উন্নয়নে এক সাথে কাজ করার আহ্বান করেন।
ঈদুল ফিতর সবার মাঝে বয়ে আনুক সীমাহীন আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ। ঈদের আনন্দকে হয়ে উঠুক কণ্টকমুক্ত, আগামী দিনের পথচলা হোক আমাদের আলোকিত “ঈদ মোবারক”।
“শুভেচ্ছান্তে”
মোঃ ইদ্রিস উদ্দিন
চেয়ারম্যান ৩নং ইকরচালি ইউনিয়ন পরিষদ
তারাগঞ্জ, রংপুর।