শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালর ২০২৩-২৪ মৌসুমে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়।
উপজেলা পরিষদের সামনে ১২টি ইউনিয়নের কৃষকদের মধ্যে পাঁচ কেজি করে রোপা আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিওপি সার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান বলেন, বর্তমান সরকার করোনা পরবর্তী সময়ে কৃষকদের উন্নয়নে কৃষি প্রণোদনা কর্ম- সূচির আওতায় বিভিন্ন সময় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করার মাধ্যমে কৃষকের পাশে থেকে তাদের সহযোগিতা করে যাচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন- হাফেজ রুহুল আমীন মাদানী এমপি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা , উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা , সহকারী কৃষি কর্মকর্তা,ও আরো অনেকে
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com