বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার নারায়ণপুর গ্ৰামের কৃষক আমিনুল ইসলামের গোয়াল ঘরে আগুন লেগে ৫টি গরু পুড়ে ছাই হয়েছে ।
এই ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাত অনুমান ৩ ঘটিকার সময় নারায়ণ পুর গ্ৰামে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মৃত্যু বদিউজ্জামানের ছেলে কৃষক আমিনুল ইসলামের গোয়াল ঘরে কয়েলের আগুন থেকে আগুন লেগে পাঁচটি গরু পুড়ে ছাই হয়ে গিয়াছে। তার মধ্যে ২টি গাভীর পেটে বাচ্চা ছিল, ৩টি ষাঁড় গরু ছিল। গরুগুলির আনুমানিক মূল্য ৫ থেকে ৬ লক্ষ্য টাকা হবে বলে জনসাধারণ অনুমান করেন।
কৃষক আমিনুল ইসলাম বলেন প্রতিদিনের ন্যায় খাওয়া দাওয়া শেষে। মশা তাড়ানোর জন্য গোয়াল ঘরে কয়েক জালিয়ে দিয়ে এসে ঘুমাতে যায়। গভীর রাতে ছাগলের চিকিৎসার শোনা যায়। ছাগলের চিকিৎসার শুনে ঘুম থেকে জেগে উঠে দেখি। গোয়াল ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। মুহুর্তের মধ্যে গরু গুলি আগুনে পুড়ে মরে মাটি পড়ে আছে।