মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়নের হুকুম আলী বাস স্ট্যান্ড এলাকা থেকে ৩ গ্ৰাম হেরোইনসহ সুমি ও লালন নামের দুই জন মাদক সেবন ও ব্যবসায়ীকে গ্রেফতার করছেন থানা পুলিশ। এই ঘটনাটি ঘটে রবিবার সকাল ৯.৩০ ঘটিকার সময় হুকুম আলী বাস স্ট্যান্ড এলাকা পশ্চিম ভরণ শাহী গ্ৰামে।
গ্রেফতার কৃত আসামীরা হলেন উপজেলার সদর ইউনিয়নের চালাপাড়া গ্ৰামের মৃতঃ সিরাজ মন্ডলের মেয়ে সুমি খাতুন(২৮), সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার বিয়ারা গ্ৰামের চাঁন মিয়ার ছেলে লালন মিয়া। থানা পুলিশ সুত্রে জানা যায় যে, এরা এলাকাতে দির্ঘদিন যাবৎ মাদক সেবন ও মাদক কারবারি করে আসছে। এমতাবস্থায় ১৪-০১-২০২৪ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এক মাদক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সুমি ও লালনকে গ্রেফতার করেন। গ্রেফতারের পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান বলেন, মাদক ব্যবসায়ী দুই জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত আছে ।