রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার। এনআই এ্যাক্টের মামলায় একবছর বিনাশ্রম কারাদণ্ড ও ১৬,০০,০০০/-(ষোল লক্ষ) টাকা জরিমানাপ্রাপ্ত আসামি মোঃ শরিফুল ইসলাম মিন্টু কে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ শরিফুল ইসলাম মিন্টু নড়াইল জেলার সদর থানার ভওয়াখালী গ্রামের নাসিরুল ইসলাম এর ছেলে।
গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান”র সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।