সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:০০ অপরাহ্ন
বর্ণালী জামান বর্ণা- নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুর আইনজীবী সমিতির- ২০২১ইং সনের নবীন আইনজীবীদের সম্মানে ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৭শে এপ্রিল বিকেলে বাংলাদেশ ব্যাংক সংলগ্ন কফি হাউসে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এসময় নবীনদের উদ্দেশ্যে আলোচনা করেন এডভোকেট পলাশ কান্তি নাগ, এডভোকেট রাসেদুজ্জামান রাসেল, এডভোকেট মাহাবুব আলম, এডভোকেট মুজাহিদুল সরকার বুলেট, এডভোকেট ফেরদৌস কবির, এডভোকেট এনামুল হক প্রমূখ। দোয়া পরিচালনা করেন এডভোকেট আলমগীর রহমান।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন- সততা ও সেবার মনোভাব নিয়ে সমাজের অধিকার বঞ্চিত মানুষের স্বার্থে আইন পেশা পরিচালনা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমরা সেই দায়িত্ব পালনে বদ্ধ পরিকর। আমরা পরস্পরের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই।
যেকোন সংকটে ও দূর্দিনে একে অপরের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমাদের আজকের এই আয়োজন। আমরা প্রতিবছর এই ধরণের আয়োজন অব্যাহত রাখতে চাই।