বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ কর্তৃক প্রকাশ্য জনসভায় আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নীলফামারী জেলা আওয়ামী লীগ।
সোমবার ২২শে মে আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
উন্নত বাংলাদেশের সাথে তাল মিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কাছ করে যাচ্ছেন। দেশের উন্নয়ন অগ্রযাত্রা রুখতে জামায়াত বিএনপির নেতাকর্মীরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই উন্নয়নকে রুখে দিতে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং বিএনপির ওই নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামান, জেলা তাতী লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, সদর উপজেলা যুবলীগের সভাপতি রাখাল রায়, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি রুকুনুজ্জামান সরকার লেমন, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকারসহ জেলা আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।